বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের গৌরীপুরে লকডাউনের বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান'র নেতৃত্বে পৌরশহর সহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলার সবগুলো প্রবেশ দ্বারে চেকপোষ্টে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি লকডাউন বাস্তবায়নে রয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন পথচারী ও ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন মামলায় ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৬ টি মামলায় ৫৮ হাজার ৫শত ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, সরকারি নির্দেশনায় লকডাউন বাস্তবায়নে ইতোমধ্য পৌরসভার গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন ইউনিয়নের হাটবাজার গুলোতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও সচেতনতামুলক প্রচারণা অব্যাহত রেখেছি।এ কাজে নিয়োজিত রয়েছে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এর টহল, পুলিশ, বিজিবি, ও সেনাবাহিনী। লকডাউনের বিধি নিষেধ না মানলে কাউকে ছাড় দেওয়া হবেনা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।