Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খুলনায় লকডাউন অমান্য, ৩০ জনকে জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৮:৪৭ পিএম

কঠোর বিধি-নিষেধ আরোপের প্রেক্ষিতে দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযানে খুলনা মহানগরীতে ২৯ মামলায় ৩৩ জনকে ২৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে আজ থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ আরোপিত হয়েছে। দেশের ন্যায় খুলনজেলাতেও সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে আজ সকাল থেকেই মহানগর ও উপজেলায় ১৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

খুলনা মহানগরীর বিভিন্ন পয়েন্টে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও কঠোর বিধি নিষেধ নিশ্চিতকরণে এখন পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে খুলনা মহানগরে মোট ২০টি মামলায় ২০জনকে ৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলাগুলোতে স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডদের নেতৃত্বে অভিযানে অন্যান্যদের জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ