Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীরা স্বাভাবিক জীবনে ফিরে আসুক

উসমান বিন আ. আলিম | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

১৭ মার্চ ২০২০ থেকে করোনা মহামারিজনিত কারণে সারাদেশের স্কুল-কলেজগুলোর সরাসরি শ্রেণি পাঠদান বন্ধ রয়েছে। ভার্সিটির হলগুলো বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীরা যার যার বাড়িতেই অবস্থান করছে। একসঙ্গে অনেকটা সময় বাড়িতে থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, করোনায় শিক্ষার্থীরা বইবিমুখ হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী মাদকাসক্ত হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব হচ্ছে শিক্ষার্থীরা বাসায় অনেকটা সময় থাকার কারণে। স্টুডেন্টরা একঘেঁয়ে হয়ে যাচ্ছে, আর যত আজেবাজে চিন্তাভাবনা তাদের মাথায় আসছে। আর সেটাই তারা করছে। আবার অনেক শিক্ষার্থী এই ডিপ্রেশনে ভুগছে যে, তাদের পড়াশোনার বয়স শেষ হয়ে যাচ্ছে, অনার্স প্রথম বছরের ছেলেটা তিন বছর হচ্ছে এখনো প্রথম বছরেই রয়ে গেল। কারোর সরকারি চাকরির বয়স চলে যাচ্ছে বিধায় পেরেশানিতে আছে। সবমিলিয়ে শিক্ষার্থীদের এখন নিত্যসঙ্গী হতাশা। আদর্শ সমাজ গড়তে সঠিক শিক্ষার্থীদের বিকল্প নেই। তাই এখনই সময় সচেতন হওয়ার, শিক্ষার্থীদের নিয়ে ভাবার। কাজেই আমাদের দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ার সময় এখনই।

শিক্ষক।



 

Show all comments
  • A.Rahman ২ জুলাই, ২০২১, ৭:২২ এএম says : 0
    এই দেশের সরকার চায় আগামি প্রজন্ম শিক্ষা চাড়া থাকুক তহলে আগামিতে দেশটা ধংস হতে সহজ হবে এজন্য সব প্রতিষ্ঠান খোলার পরও শিক্ষা প্রতিষ্ঠান না খোলে শিক্ষার্থিদের ধংস করে দিতেছে। আমি আশাকরি যদি বন্দু পরিমান সরকারের শিক্ষার প্রতি দরদ থাকে তা হলে শিক্ষা প্রতিষ্ঠান গুলি খোলেদিবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন