Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবানে কঠোর লকডাউন কার্যকর করতে কাজ করছে ১৫টি টিম

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৬:৩৭ পিএম

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বান্দরবানে কঠোর লকডাউন। গণ পরিবহন ও শপিংমল বন্ধ রেখে বৃহস্পতিবার থেকে সকাল থেকে শুরু হয়েছে এই লকডাউনলকডাউন বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃংঙ্খলা বাহিনী।

শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে সেনাবাহিনীসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা এবং জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমানের নেতৃত্বে সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এছাড়াও বান্দরবানে পণ্যবাহী যানবাহন ব্যতীত সকল গণপরিবহন বন্ধ রয়েছে। শপিংমলগুলোতে তালা ঝুলছে।

এদিকে জেলা প্রশাসন থেকে জনসাধারণকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য সর্তক করা হচ্ছে প্রশাসন থেকে। করোনার সচেতনতা বৃদ্ধি ও সরকারি আইন অমান্যকারীদের শাস্তি প্রদানের জন্য জেলা প্রশাসনের ১৫টি ভ্রাম্যমান আদালতের টিম শহরের বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ