Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবাসিক এলাকার অলিগলিতে বাড়ছে ভিড়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ১২:৫১ পিএম

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ‘বিধি-নিষেধ’ বা কঠোর ‘লকডাউন’ শুরু হয়েছে। রাজধানীর প্রধান সড়কগুলোতে জনসাধারণের ভিড় না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবাসিক এলাকার অলিগলিতে ভিড় লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (০১ জুলাই) রাজধানীর মুগদা, খিলগাঁও, তালতলাসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এসব এলাকায় ঘুরে দেখা গেছে, সকালে খুব একটা ভিড় না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসাধারণের ভিড় বেড়েছে। তবে অধিকাংশ মানুষই বাইরে বের হওয়ার কোনো না কোনো অজুহাত দেখাচ্ছেন।

এ ব্যাপারে মুগদা এলাকার এক বাসিন্দা বলেন, আমার টেইলারিংয়ের ব্যবসা। আজ থেকে দোকান খুলছি না। তবে বাসার কিছু কেনাকাটা করতে বের হয়েছি। কেনাকাটা করে বাসায় ফিরবেন বলে তিনি জানান।

বিভিন্ন আবাসিক এলাকার মোড়ে মোড়ে প্রয়োজন ছাড়া তরুণদের আড্ডা দিতে দেখা গেছে। অধিকাংশের মুখে মাস্ক দেখা যায়নি। তারা একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ