গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সরকার ঘোষিত কঠোর লকডাউনে এ দফার প্রথম দিন আজ। সকাল থেকে নীরব রাজধানী ঢাকা। অফিসে যাওয়ার তাড়া নেই। নেই চিরায়ত কর্মব্যস্ততা। সড়কগুলো ফাঁকা। কোথাও নেই আগের মতো ব্যস্ততা। দুয়েকটা ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স, রিকশা ছাড়া তেমন পরিবহন নেই সড়কে।
ট্রাফিক পুলিশেরও নেই আগের মতো ব্যস্ততা। আজ তারা বসে থেকেও দায়িত্ব পালন করতে পারছেন। চাপ নেই গাড়ির, বিশৃঙ্খলাও নেই সড়কে।
বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, শামীম সরণি, তালতলা, আগারগাঁও, খেজুরবাগান, বিজয় সরণি, ফার্মগেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যস্ত রাজধানীর এ চিত্র অচেনা।
করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ থাকবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।