Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পি এ কাজলের সিনেমার মাধ্যমে ফিরছেন শাবনূর

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অবশেষে নতুন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শাবনূর। বেশ কয়েক বছর ধরে তিনি সিনেমা থেকে দূরে আছেন। অস্ট্রেলিয়ায় যাওয়া-আসা এবং সংসার নিয়ে ব্যস্ত থাকায় চলচ্চিত্রে তার অভিনয় করা হচ্ছিল না। এরই মাঝে গুণী পরিচালক পি এ কাজল শাবনূরকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নেন। সিনেমাটির নাম ‘মন যারে চায়’। এর গল্প নিয়ে শাবনূরের সাথে আলাপ করলে তিনি অভিনয় করবেন বলে প্রাথমিক সম্মতি দেন। পি এ কাজল জানান, শাবনূরের সাথে প্রাথমিক কথা হয়েছে। গল্প ও চরিত্র শুনে তার পছন্দ হয়েছে। অভিনয় করার প্রাথমিক সম্মতিও জানিয়েছেন। আগামী মে-জুন মাসের দিকে তার শিডিউলও নিয়েছি। তবে শাবনূরে বিপরীতে নায়ক হিসেবে কে থাকবেন সেটি এখনো চ‚ড়ান্ত নয়। ইচ্ছা আছে তার সঙ্গে জুটি বেঁধে সফল হয়েছেন এমন কোনো নায়ক বেছে নেব। উল্লেখ্য, শাবনূরকে নিয়ে পি এ কাজল এর আগে বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন। এক টাকার বউ-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তার সিনেমার মাধ্যমে যদি শাবনূরের নতুন করে ফেরা হয়, তবে বলতে হয় শাবনূরের নতুন করে ফেরাটা চমক সৃষ্টি করবে। এদিকে জানা যায়, শাবনূর আগামীকাল রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন। সেখানে কিছু দিন থেকে দেশে ফিরবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পি এ কাজলের সিনেমার মাধ্যমে ফিরছেন শাবনূর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ