Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে ফিল্ম করে অবসর নেবেন কুয়েন্টিন ট্যারান্টিনো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১১:৪৬ পিএম

কুয়েন্টিন ট্যারান্টিনো জানিয়েছেন তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘রিজার্ভয়্যার ডগ’-এর সিকুয়েলই হবে পরিচালক হিসেবে তার ক্যারিয়ারের শেষ, তারপরই তার অবসর। ‘রিয়েল টাইম উইথ বিল মেহার’ অনুষ্ঠানে তিনি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এরপর তিনি লেখালেখিতে মন দেবেন। তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রের ইতিহাস জানি, নির্মাতারা আসলে আরও ভাল সৃষ্টি করতে পারে না। ডন সিগেল ১৯৭৯ সালে ‘এস্কেপ ফ্রম অ্যালকাট্রাজ’-এর পর বিদায় নিতে পারতেন, কী অসাধারণ সৃষ্টি! কী বিদায়ই না হত! কিন্তু তিনি আরো দুটি ফিল্ম নির্মাণ করে পথ তেকে সরে আসেন।’ ট্যারান্টিনো জানান ‘রিজার্ভয়্যার ডগ’-এর সিকুয়েলই হবে তার শেষ পরিচালনা। তিনি আরও বলেন, ‘সেটি ‘সময়কে মুহূর্তে ধরে রাখা’র মত বিষয়। আমি এমনটি করব না। তবে আমি এমন করেই ভাবছি।’ তিনি আরও জানান তার বর্তমান আবাস ইসরায়েলকে তার শেষ চলচ্চিত্রের পটভূমি হিসেবে ব্যবহার করতে পারেন। ‘যদি জেরুজালেমে কোনও চলচ্চিত্র নির্মাণ করা হয়, সেখানে এমন কোনও জায়গা নেই যেদিকে ক্যামেরা ধরলে অতুলনীয় হবে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ