প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউডের পরিচালক কুয়েন্টিন ট্যারান্টিনো জানিয়েছিলেন দশমটিই হবে তার পরিচালনায় শেষ ফিল্ম। তিনি সম্প্রতি ক্লাসিক অ্যাকশন ফিল্ম ‘ফার্স্ট ব্লাড’কে এজন্য বেছে নিতে পারেন বলে আশা ব্যক্ত করেছেন। আর তাই যদি হয় তাহলে ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের জন্যও তাকে একটি ভূমিকা থাকতে পারে। ডেভিড মোরেলের ১৯৭২ সালে প্রকাশিত একই নামের উপন্যাসটি এক ভিয়েতনাম ফেরত যোদ্ধা জন র্যাম্বোকে (স্ট্যালোন) নিয়ে নিজ শহরে ফেরার পর যার সঙ্গে স্থানীয় শেরিফের বিবাদ বাঁধে। ১৯৮২ থেকে ২০১৯ পর্যন্ত পাঁচটি ফিল্ম মুক্তি পায় র্যাম্বোকে নিয়ে। ট্যারান্টিনো এক পডকাস্টে বলেছেন যদি শেষ ফিল্মটি তিনি নির্মাণ করেন তাহলে ‘ফার্স্ট ব্লাড’ উপন্যাসকেই বেছে নিতেন কারণ এর সংলাপগুলো তার খুব পছন্দের। তার পছন্দের অভিনেতাদের নামও তিনি জানিয়েছেন। তিনি জানান কেন্দ্রীয় চরিত্রে তার পছন্দ অ্যাডাম ড্রাইভারকে, শেরিফের ভূমিকায় কার্ট রাসেলকে। স্ট্যালোনকে তিনি রাখতে চান কর্নেল স্যাম ট্রটম্যান চরিত্রে; মূল সিরিজে এই চরিত্রটি করেছিলেন পরলোকগত রিচার্ড ক্রেনা। ট্যারান্টিনো শেষ পর্যন্ত রিমেক করবেন এমনটা কষ্টকল্পনা বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ কারণ তিনি অন্য ফিল্ম থেকে অনুপ্রেরণা নেন রিমেক করেন না। কিন্তু তিনি যদি ‘ফার্স্ট ব্লাড’ নির্মাণ করেনই তাহলে দারুণ হবে, নয় কি?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।