বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাছের দোকান কর্মচারী হারিছ হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি জসিম। বুধবার দুপুরে মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে তিনি এ স্বীকারোক্তি প্রদান করেন।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, হারিছ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন জসিম। জবানবন্দিতে তিনি জানান, বন্ধু রাজিবের সাথে সেদিন গাঁজা সেবন করেন তিনি। এরপর কোমড়ে ছোরা নিয়ে বের হন। বেপারিপাড়ার সামনে এসে নিজেকে 'সরকারি পাগল' দাবি করে সবাইকে গালাগাল করতে থাকেন। এসময় হারিছ তার কথার প্রতিবাদ করলে সে কোমড়ে থাকা ছোরা দিয়ে গলায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।
২৫ জুন নগরীর বেপারি পাড়ায় ছুরিকাঘাতে নিহত হন মাছ দোকানের কর্মচারী হারিছ। ঘটনাস্থলেই জনগণ কর্তৃক মারধরের শিকার হন আসামি জসিম। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে জসিমকে গ্রেফতার করে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।