Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পৃথক ঘটনায় প্রাণ গেল দুইজনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১২:০১ এএম

রাজধানীতে পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন। তাদের মধ্যে মুগদা বড় মসজিদ সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে গিয়ে শুভ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ভবনটিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সোহেল রানা জানান, মুগদা বড় মসজিদ সংলগ্ন আলভিয়া ডেভলপার কোম্পানির একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলায় ঢালাইয়ের কাজ করছিলেন শুভ। এ সময় অসাবধানতায় তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বানীপাড়া গ্রামে। কাজের সূত্রে শুভ ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত¡া।

এছাড়াও গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে হাজারীবাগের ঝাউচর লবণ ফ্যাক্টরি সংলগ্ন একটি বাসায় পারিবারিক কলহের জের ধরে আফিয়া আক্তার নামের এক গৃহবধূ সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের স্বামী ও শাশুড়ি রেহানা বেগম জানান, ৮ মাস আগে তাদের প্রেম করে বিয়ে হয়। আমি আর আমার পুত্রবধূ অনলাইনে কাপড়ের ব্যবসা করি। বেশ কিছুদিন ধরে মনমরা হয়ে সব সময় ঘরে বসে থাকে। গতকাল তার নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে দরজায় গিয়ে অনেক ডাকাডাকি করার পরে দরজা না খুললে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে তাকে অচেতন অবস্থান উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। সে ওই জেলার বাসিন্দা জাকির হোসেনের মেয়ে। বর্তমানে হাজারীবাগ ঝাউচর লবণ ফ্যাক্টরি সংলগ্ন মহিউদ্দিনের বাড়ির বাসায় থাকতেন। আফিয়ার স্বামী একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্ত শেষে নিহত শুভের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আফিয়ার লাশ মর্গে রাখা হয়েছে। আজ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ