পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
১৯৮০ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত যেসব কর্মচারী এলডিএ কাম ক্যাশিয়ার পদে ব্যাংকসমূহে যোগদান করেছে তাদের অনেককেই এখনও একই চেয়ারে বসতে হচ্ছে। এরূপ কর্মকর্তাদের ১৯-২০ বছরে প্রথমবার প্রমোশন হয়েছে, কিন্তু চেয়ার আগেরটাই রয়ে গেছে। অথচ, ২০০৮ সাল থেকে এলডিএ কাম ক্যাশিয়ার পদে লোক নেওয়া প্রায় বন্ধ রেখে অনেকবার তরুণদেরকে কর্মকর্তা হিসাবে ব্যাংকে নিয়োগ দেয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়াগণ রীতিমত প্রমোশন ও ইনক্রিমেন্ট পাচ্ছেন। কিন্তু ১৯৮০-১৯৯৫ সময়কালে নিয়োগপ্রাপ্তদের কয়েক বছর ইনক্রিমেন্ট দিয়ে পরে আর কোন ইনক্রিমেন্ট দেয়া হচ্ছে না। ফলে ২০-২৫ বছরের অভিজ্ঞ এসব ব্যাংক কর্মকর্তারা এখন নিজেদের ছেলেমেয়েদের বয়সীদের হাতে হেনস্থা ও অপমানের শিকার হচ্ছেন। অনেক দিনের অভিজ্ঞ এসব ব্যাংক কর্মচারীর ক্ষোভ ও বঞ্চনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই বিবেচনা করবেন বলে প্রত্যাশা করি।
মিরপুর-১২, ঢাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।