Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ফুলতলায় ম্যাজিস্ট্রেট দেখলে দোকান বন্ধ, চলে গেলেই খোলা!

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১১:৫৫ পিএম
খুলনার করোনা ঝুঁকিপূর্ণ উপজেলা ফুলতলায় লকডাউন মানতে সাধারণ মানুষ ও ব্যাবসায়ীদের মাঝে অনীহা লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ বা ম্যাজিস্ট্রেট এলেই বাজারঘাট- দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। চলে গেলেই আবার খোলা হচ্ছে। প্রতিদিনই ভ্রাম্যমান আদালত চালিয়ে জরিমানাসহ দন্ড দেয়া হচ্ছে তবুও রোজ একই চিত্র চোখে পড়ছে।
 
আজ সোমবার দুপুরে খুলনার ফুলতলার বাজারে লকডাউন অমান্য করে দোকান খুলে রাখায় ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এন আহমেদ এন্ড কোং এর মালিক ইমরান হোসেনকে ৫ হাজার টাকা, এসএস টাইলস এন্ড স্যানিটারী মালিক ইমদাদ হোসনকে ৫ হাজার টাকা, দে জুয়েলার্স এর মালিক সমর দেকে ২ হাজার টাকা এবং মাস্ক ব্যবহার না করায় আশরাফুল ইসলাম মানিককে ২শ’ টাকা এবং তাহমিন জারিকে ৩শ’ টাকা দন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস।    


 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ২৯ জুন, ২০২১, ২:৪৩ এএম says : 0
    মাশাআললাহ পাঠাইবে না কি জন্য। মিজেজষটার মিজেজষটারের মতই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ