পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় গতকাল রাতে ঘটে যাওয়া বিস্ফোরণে ভবন ধস ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম। গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মগবাজারের আকস্মিক বিস্ফোরণে হতাহতের ঘটনায় আমরা উদ্বেগের সাথে গভীরভাবে শোকাহত। এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য ও নিহতদের আত্নার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
নেতৃদ্বয় আরও বলেন, অপরিকল্পিত নগরায়ন ও নিয়মিত মনিটরিংয়ের অভাবেই রাজধানীবাসীকে বারবার ভয়াবহ ও আকস্মিক দুর্ঘটনার মোকাবেলা করতে হচ্ছে। বিভিন্ন ভবনে ও বস্তিতে অগ্নিকান্ড, বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ, গণপরিবহনের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণসহ এজাতীয় দুর্ঘটনাগুলোকে আমরা নিছক দুর্ঘটনার নামে চালিয়ে দিতে পারি না। সংশ্লিষ্ট বিভাগ গুলোকে সক্রিয় হয়ে আগামীর নিরাপদ ও বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে তৎপর হতে হবে। নেতৃদ্বয় ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।