বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জিয়াউল হক মীর ও তার সহধর্মীনি রুখসাত ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো.সেলিম।
তিনি আরও জানান, গত শুক্রবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা ল্যাবে করোনা পরীক্ষা করলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন এবং চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তিনি করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন বলেও জানান তিনি।
অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি গতকাল রোববার (২৭ জুন) চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রামের বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।