Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোবিপ্রবি ও রাবিপ্রবি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ৭:১২ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (রাবিপ্রবি) এর মধ্যে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারষ্পরিক সহযোগিতা মূলক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোমবার জুম অনলাইন প্লাটফর্মে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো: আবুল হোসেন ও রাবিপ্রবি রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: ফারুক উদ্দিন। আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির অনুষদ সমূহের ডীনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমা, প্রক্টর, পরিচালক ও অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকে নোবিপ্রবির পক্ষে ফোকাল পয়েন্ট হিসেবে থাকবেন নোবিপ্রবির শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সহকারী রেজিস্ট্রার আবু জুবায়ের। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ফোকাল পয়েন্ট হিসেবে থাকবেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল শিকদার ও সহকারী রেজিস্ট্রার জনাব সেতু চাকমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ