বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার পাইকগাছা থানা পুলিশ ফারুক আলী সরদার নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী ফারুক উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের সাঈদ আলী সরদারের ছেলে।
পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, ফারুক ২০১৪ সালের একটি মাদক মামলার আসামী। এ মামলায় বিজ্ঞ আদালত ফারুককে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। দীর্ঘদিন সে পলাতক ছিল। অবশেষে পাইকগাছা থানা পুলিশ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামী ফারুককে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক ফারুককে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, পাইকগাছা থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন ব্যাপক উন্নতি হয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকায় সমগ্র উপজেলায় মাদক বিকিকিনি প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে। তাছাড়া জেলার ৯ থানার মধ্যে পাইকগাছা থানা এলাকায় অপরাধ প্রবণতা কমে এসেছে। ওসি এজাজ শফির কর্মতৎপরতায় সদা সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত পাইকগাছা উপজেলায় মানুষ নিশ্চিন্তে বসবাস করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।