Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মস্কোতে রেকর্ড মৃত্যু ১৪৪ জন : নেপথ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ৫:৩৯ পিএম

রবিবার রাজধানী মস্কোতে একদিনে মারা গেছেন ১৪৪ জন। করোনা শুরু হওয়ার পর এটাই একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড। তারপরই প্রশ্ন উঠেছে, রাশিয়ায় করোনার তৃতীয় ঢেউ কি আসতে চলেছে। রাশিয়ান সরকারি কর্মকর্তাদের বক্তব্য, ডেল্টা ভাইরাসের কারণে জুনের মাঝামঝি থেকে রাশিয়ায় করোনার প্রকোপ বাড়ছে । এই ভারতীয় প্রজাতির ভাইরাস দ্রুত ছড়ায়। -ডয়েচে ভেলে, ফ্রিমালয়েশিয়া টুডে, এমএসএন

এদিকে সেন্ট পিটার্সবার্গেও করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। সেন্ট পিটার্সবার্গে ইউরোর খেলাও হচ্ছে। শুক্রবার সেখানে কোয়ার্টার ফাইনালের খেলা আছে। স্টেডিয়ামে সমর্থকের সংখ্যা বেধে দেয়া হয়েছে। তারপরেও সেখানে ২৬ হাজার দর্শক মাঠে থাকবে বলে মনে করা হচ্ছে। রাশিয়ায় মাত্র ১৪ শতাংশ মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন। এই অবস্থায় সেদেশে করোনার তৃতীয় ঢেউ মারাত্মক আকার নিতে পারে।


ইউরোপের অবস্থা : লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীর করোনা হয়েছে। তিনি নিজেকে নিভৃতবাসে রখেছেন। তিনি ভ্যাকসিনের একটা ডোজ নিয়েছিলেন। জার্মানির গ্রিন পার্টির এক পার্লামেন্ট সদস্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন, ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমানো হোক। তার মতে, ডেল্টা ভাইরাসকে ঠেকাতে এই পদক্ষেপ দরকার।

ফ্রান্সে এখন এক হাজার ৩৪৫ জন করোনায় আক্রান্ত হয়ে আইসিইউ’তে আছেন। তবে যুক্তরাজ্যে এখনো বিনোদনের জায়গাগুলিকে বন্ধ রাখার প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। লকডাউনের সময় নাইটক্লাবগুলি বন্ধ ছিল। রবিবার কয়েকশ’ মানুষ রাস্তায় নেমে মিছিল করেছেন। তাদের দাবি, অবিলম্বে এই সব বিধিনিষেধ তুলে নিতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ