Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রকে জিম্মি করো টাকা দাবি, গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১০:২৮ পিএম

নগরীতে কওমি মাদ্রাসার ছাত্রকে আটকে রেখে টাকা দাবির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো পেয়াজি গলির একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার এবং আটকে রাখা মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়। উদ্ধার মাদ্রাসা ছাত্রের নাম শিহাব উদ্দিন (২৩)। কুষ্টিয়ার কুমারখালীতে তার বাড়ি হলেও থাকেন চুয়াডাঙ্গায়। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ইফতা (মুফতি) বিভাগে ভর্তি হতে তিনি চট্টগ্রামে এসেছিলেন। গ্রেপ্তার দুজন হলেন- রবিউল হোসেন (২৭) ও মো. রাসেল ওরফে সুমন (২২)। তারা পেশাদার ছিনতাইকারী ও মাদকসেবী।

থানার ওসি মো. কামরুজ্জামান জানান, শনিবার রাতে চুয়াডাঙ্গা থেকে চট্টগ্রামে আসে শিহাব উদ্দিন। আতুরার ডিপো পেয়াজি গলির হাজী এমদাদ ভবনের চতুর্থ তলায় তার এক বন্ধুর বাসায় উঠেন। যিনিও চট্টগ্রামের টাইগার পাস এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। বন্ধুর বাসার দুই রুম পরে একটি বাসায় অন্য এক বন্ধুসহ ভাড়া থাকেন গ্রেপ্তার রবিউল ও রাসেল। রাতে শিহাব তার বন্ধুর বাসায় পৌঁছার পর এ তিনজন তাদের ‘জঙ্গি’ সম্বোধন করে মারধর শুরু করে এবং শিহাবকে আটকে তার হাত থেকে স্বর্ণের আংটি খুলে নেয় এবং মোবাইলের বিকাশে থাকা ১৬ হাজার টাকা তুলে নেন। এসময় তারা শিহাব যে বন্ধুর বাসায় উঠেছিল তাকেও হুমকি দিয়ে এ ঘটনা কাউকে জানাতে নিষেধ করেন এবং জানালে তাকে শহর ছাড়া করার হুমকি দেয়।

ওসি কামরুজ্জামান জানান, সকালে শিহাবের বন্ধু ওই মাদ্রাসা শিক্ষক ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে তার মাদ্রাসায় চলে যান। এসময় গ্রেপ্তার রবিউল, রাসেল এবং তার অপর সহযোগী মিলে শিহাবের বড় ভাইয়ের মোবাইলে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ফোন পেয়ে শিহাবের ভাই সেটি চট্টগ্রাম বিআরটিএ’তে কর্মরত তাদের এক স্বজনকে জানান। তিনি বিষয়টি বায়েজিদ বোস্তামী থানায় লিখিতভাবে জানানোর পর পুলিশ অভিযানে নামে। বিকালে পেয়াজি গলির ওই বাসায় অভিযান চালিয়ে রবিউল ও রাসেলকে গ্রেপ্তার করে। তবে এসময় তাদের অন্য বন্ধু পালিয়ে যায় বলে জানান ওসি।

পুলিশ বাসাটি থেকে শিহাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আংটি, ১৬ হাজার টাকা, সাতটি হাতঘড়ি, তিনটি মোবাইল ফোন সেট, একটি ওয়াকিটকি ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়ারা পেশাদার ছিনতাইকারী। তারা বিভিন্ন স্থানে পুলিশ পরিচয়েও ছিনতাই করে। রবিউলের বিরুদ্ধে অস্ত্রসহ চারটি মামলা আছে। যার একটি মামলা বিচারাধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ