Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির জন্যই কোপা জিততে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০১ এএম

আর্জেন্টিনা দলে দারুণ ঐক্য দেখছেন হাভিয়ের জানেত্তি। ইন্টার মিলানের এই কিংবদন্তির মতে, ক্রমেই প্রত্যাশা বাড়ছে লিওনেল স্কালোনির এই দলকে নিয়ে। জানেত্তি নিজেও আশাবাদী। সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনার দীর্ঘ দিনের শিরোপা খরা কাটানোর। রেডিও লা রেদকে গতপরশু দেওয়া এক সাক্ষাৎকারে কোপা আমেরিকা নিয়ে আশার কথা শোনান আর্জেন্টিনার হয়ে ১৪৩ ম্যাচ খেলা সাবেক এই ডিফেন্ডার, ‘এবারের কোপা আমেরিকায় আমি মনে করি, আমাদের এটা জেতার ভালো সুযোগ আছে। দলের মধ্যে আমি ঐক্য লক্ষ্য করছি, আর এতে প্রত্যাশা বাড়ছে।’
আর্জেন্টিনা সবশেষ কোপা আমেরিকা জিতেছিল ১৯৯৩ সালে। ২৮ বছর কোনো শিরোপা জেতেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মাঝে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার সেরা প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে চারবার, একবার বিশ্বকাপ ফাইনালে। কিন্তু প্রতিবারই তাদের ফিরতে হয়েছে খালি হাতে। গত আসরে সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। যেখানে রেফারিং নিয়ে হয়েছিল বিতর্ক। তার আগের দুই আসরের ফাইনালে টাইব্রেকার ভাগ্যে স্বপ্ন ভেঙেছিল লিওনেল মেসিদের।
কোপা আমেরিকা নিয়ে হতাশা আছে ইন্টার মিলানের বর্তমান সহ-সভাপতি জানেত্তিরও। ২০০৪ আসরে ম্যাচের যোগ করা সময়ে আদ্রিয়ানোর গোলে ২-২ সমতা টেনে ম্যাচ টাইব্রেকারে নিয়েছিল ব্রাজিল; যেখানে হেরে স্বপ্ন ভেঙেছিল আর্জেন্টিনার, ‘সা¤প্রতিক বছরগুলোতে কোনোসময়ই ভাগ্য আমাদের পক্ষে ছিল না। যে কাপটি আমরা হেরেছিলাম, যোগ করা সময়ে আদ্রিয়ানোর গোলে ব্রাজিল সমতা টানল এরপর আমাদের টাইব্রেকারে হারাটা ছিল সবচেয়ে বেদনাদায়ক।’
ইন্টারের হয়ে ৮৫৮ ম্যাচ খেলা জানেত্তি মনে করেন, এবারের কোপা আমেরিকা জেতাটা মেসি ও আর্জেন্টাইনদের জন্য হবে দারুণ আনন্দের, ‘আশা করি, মেসি এবারের কোপা আমেরিকা শিরোপা জিতবে। এটা হবে তার ও সকল আর্জেন্টাইনদের জন্য দারুণ আনন্দের।’
চিলির বিপক্ষে ১-১ ড্র করে আসর শুরু করা আর্জেন্টিনা পরের দুই ম্যাচে উরুগুয়ে ও প্যারাগুয়েকে হারিয়ে রয়েছে ‘এ’ গ্রুপের শীর্ষে। বাংলাদেশ সময় আজ ভোর ৬টায় গ্রæপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বলিভিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোপা আমেরিকা

১২ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ