বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার ডুমুরিয়া উপজেলায় অভিযানে দুই লাখ টাকা মূল্যের অপদ্রব্য পুশকৃত ২৮০ কেজি হিমায়িত চিংড়ি বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধের ৪ জন ব্যবসায়ীকে ১৪ দিনের কারাদন্ডসহ প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ রোববার বিকালে আদালত পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।
সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের আধামানিক এলাকায় স্বপন মন্ডলের মাছের ডিপোতে অভিযান চালিয়ে হিমায়িত রপ্তানি যোগ্য চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করার অপরাধের ২৮০ কেজি চিংড়ি জব্দ পূর্বক বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার টাকা। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অপরাধের অসাধু ব্যবসায়ী দিলীপ মন্ডল, পরিতোষ মন্ডল, কুমারেশ মন্ডল ও অতুল কৃষ্ণ মন্ডল এ চারজন ব্যবসায়ী কে ১৪ দিনের জেলসহ প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।