বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার পাইকগাছায় ডাকাতিসহ ১৫ মামলার আসামি আশরাফুলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গত বছর ১৪ ডিসেম্বর মধ্যরাতে সহযোগীদের নিয়ে সে উপজেলার গদাইপুরের কার্তিকের মোড়ে রাস্তায় গাছের গুড়ি ফেলে পাইকগাছার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কিংফিশার পরিবহনে ডাকাতি করে।
বাস ডাকাতি মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাকবীর হোসেন জানান, শনিবার গভীর রাতে সাতক্ষীরার তালা থানা পুলিশের সহায়তায় তালা থানার মাগুরা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে তালা থানার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের শওকত মোল্ল্যর ছেলে। এসআই তাকবির হোসেন আরো জানান, গত বছর ১৪ ডিসেম্বর উপজেলার গদাইপুরের কার্তিকের মোড়ে মধ্যরাতে রাস্তায় গাছের গুড়ি ফেলে পাইকগাছার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কিংফিশার পরিবহনে ডাকাতি হয়। ডাকাতরা যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকাসহ মোবাইল লুট করে। এ ঘটনায় ১৫ ডিসেম্বর থানায় ডাকাতির মামলা হয়। ইতোপূর্বে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে ডাকাতির ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠিয়েছে। সম্প্রতি আটক শাহিনুর গাজীর আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিতে আশরাফুলের জড়িত থাকার কথা স্বীকার করে।
পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, শাহিনুর গাজীর দেওয়া তথ্য মতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শাহিনুর আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তার নামে তালা,পাটকেলঘাটা সাতক্ষীরাসহ বিভিন্ন থানায় ১৫ টি মামলা রয়েছে। আজ রোববার সকালে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।