বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী চৌমুহনী পৌরসভাসহ ৮টি ইউনিয়নে বিশেষ লকডাউন চলছে। চৌমুহনী চৌরাস্তা ও চৌমুহনী বাজার এলাকায় ঢিলেঢালা লকডাউন চলছে।
রবিবার চৌমুহনী চৌরাস্তা থেকে মাইক্রোযোগে রাজধানী ঢাকায় যাত্রী পারাপার করা হচ্ছে। একই দৃশ্য চৌমুহনী বাজার এলাকায়ও। সেখানে রীতিমত যাত্রীবাহী বাস চলাচল করছে। চৌমুহনী বাজারে যাত্রীবাহী বাস চলাচল দেখলে সেখানকার লকডাউনের আসল চিত্র পাওয়া যায়।
সরজমিনে ঘুরে দেখা গেছে, চৌমুহনী চৌরাস্তায় বেশ কিছু মাইক্রো রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী সংগ্রহ করছে। এরসাথে স্থানীয় কিছু দালাল সম্পৃক্ত রয়েছে। যাত্রীদের থেকে ১ হাজার থেকে ১৫০০টাকা ভাড়া আদায় হচ্ছে। এর একটি অংশ স্থানীয় দাললাচক্র পাচ্ছে। এছাড়া চৌমুহনী বাজারেও লকডাউনের বালাই নেই। অধিকাংশ লোকজন মাস্ক ছাড়াই চলাচল করছে।
লকডাউনে নোয়াখালী পৌরসভা ও ৬টি ইউনিয়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যানবাহন ও জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।