Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে ছিনতাইকারী চক্র আটক

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ৭:২৩ পিএম

ফলের জুসে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ব্যাটারি চালিত অটো বাইক ছিনতাই চক্রের কয়েকজন সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে। জুস খাইয়ে অচেতন করে বাইক ছিনতাই হওয়ার একদিন পর চিকিৎসা শেষে জ্ঞান ফিরলে কোতয়ালী থানায় বিষয়টি জানায়। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেনের মৌখিক নির্দেশে বাইকের মালিক মোঃ ফয়জুর রহমানকে নিয়ে সাব ইন্সপেক্টর নিরস্ত্র মোঃ শাহীন শাহীদ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়।

তার দেয়া তথ্যের ভিত্তিতে শহরের পাহাড়পুর এলাকায় রুমা অফসেট প্রেসের পিছনে একটি বাড়ী দেখিয়ে দেয়। যেখানে তাকে আম নেয়ার কথা বলে নিয়ে আসা হয়েছিল। পুলিশ ত্বরিত গতিতে অভিযান চালালেও তালা মেরে পুলিশের চোখকে ফাকি দিয়ে ছিনতাই চক্রের হোতা রায়হান কবির পালিয়ে যায়। এর কিছুক্ষন মধ্যেই তাকে আটক করতে সক্ষম হয়। রাতে পুলিশের একটি সমন্বিত টিম ঘটনাস্থলে যায়। এলাকাবাসী ও বাড়ীর মালিকের উপস্থিতিতে নিচ তলায় তল্লাশি চালিয়ে জুসসহ অন্যান্য আলামত জব্দ করে। জানা গেছে, উক্ত ফ্লাটটি হামিদ নেট (ইন্টারনেট সংযোগ সেবা প্রদানকারী) নামক অফিস। রায়হানের স্বীকারোক্তি মোতাবেক আরো দুই জনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য বেশ কিছুদিন যাবত দিনাজপুরে ভাড়ার নামে বাইক নিয়ে চালককে মেরে অথবা জুসের সাথে নেশাদ্রব্য খাইয়ে বাইক ছিনতাইয়ের অহরহ ঘটনা ঘটতে থাকলে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম সকল থানা পুলিশকে বিষয়টি নিয়ে তৎপর হওয়ার নির্দেশ দেয়। এ ব্যাপারে তিনজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিনাজপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ