Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে শনিবারে ৯৭ জনের করোনা শনাক্ত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ১০:৪৯ পিএম

শনিবার কক্সবাজার জেলায় মোট ৯৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে।কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৬০ জনের নমুনা টেস্ট করে ৮৬ জনের টেস্ট রিপোর্ট 'পজেটিভ' পাওয়া গেছে। বাকী ৩৭৪ জনের নমুনা টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে।

এছাড়া, কক্সবাজার জেলা সদর হাসপাতাল একইদিন ৫৫ জনের র‍্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে নমুনা টেস্ট করে ১১ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ শনাক্ত করা হয়।

র‍্যাপিড এন্টিজেন টেস্টে বাকী 88 জনের টেস্ট রিপোর্ট 'নেগেটিভ' আসে। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব এবং র‍্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে করা টেস্টে করোনা শনাক্তের গড় পজিটিভিটি শতকরা ১৭´৬৭ ভাগ। যা এযাবৎকালের সর্বোচ্চ পজিটিভিটি বলে জানা গেছে।

কে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক রোগ তথ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির।

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া ৮৬ জন ফলোআপ টেস্ট রিপোর্ট।

নতুন শনাক্ত হওয়া ৮০ জনের মধ্যে ১ জন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রোগী। অবশিষ্ট ৭৮ জন সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, ২২ জন রোহিঙ্গা শরণার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ