বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার সদরের ঝিংলজার ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়ায় সামান্য কথা কাটাকাটিকে ধরে ছুরিকাঘাতে মোর্শেদ আলম (২২) নামের এক যুবক খুন হয়েছেন।
শনিবার বিকাল ৪টার দিকে ঘাটপাড়া বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোর্শেদ আলম ঘাটপাড়া এলাকার সৈয়দ আলমের পুত্র।
সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানিয়েছেন, নিহত মোর্শেদ ও কোনার পাড়ার ফরিদুল আলমের পুত্র কফিল উদ্দীনের মধ্যে ঠাট্টার ছলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে একজন অন্যজনকে ইয়াবা ব্যবসায়ী বলে তিরস্কার করেন। এই সামান্য বিষয়ে ক্ষুব্ধ হয়ে মোর্শেদ আলমকে ছুরিকাঘাত করেন কফিল উদ্দীন।
এতে গুরুতর জখম হয় মোর্শেদ আলম। দ্রুত তাকে উদ্ধার করে লিংক রোডের মেরিন সিটি হাসপাতালে হয়। সেখানকার চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করে। চট্টগ্রাম নেয়ার পথে মোর্শেদ আলম মারা যায়।
এদিকে চলতি মাসে কক্সবাজার সদরে ৬ খুনের ঘটনায় জনগণ উদ্বিগ্ন হয়ে উঠেছে। শহরে জোড়া খুন, গত তিনদিনে ধারাবাহিকভাবে খরুলিয়া, পিএমখালী ও খুরুস্কুলে তিন খুন ও আরো আগে ঈদগাঁও তে আরেক খুন বিষয়টি ভাবিয়ে তুলছে সবাইকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।