Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

শুয়ে-বসেই দিন কাটে প্রবীর মিত্রর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১২:০২ এএম

গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন প্রবীর মিত্র। অস্টিওপরোসিসে আক্রান্ত হওয়ায় খুব একটা হাঁটাচলা করতে পারেন না। বাসায় বিছানাতে শুয়ে-বসে তার দিন কাটছে। প্রবীর মিত্রের ছেলে নিপুণ মিত্র জানান, বাবার শরীর ভালো নেই। পায়ে ব্যথার কারণে বেশির ভাগ সময় বিশ্রামে থাকেন। হাঁটাচলা খুব একটা করেন না। চলচ্চিত্রের অনেকেই ফোনে বাবার খবর নেন। উল্লেখ্য, ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নামসহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন তৈরি করেন প্রবীর মিত্র। ক্যারিয়ারের মাঝামাঝি সময় থেকে চরিত্রাভিনয়ের দিকে মনোযোগী হন। চলচ্চিত্রের নায়ক-নায়িকাকে ছাপিয়ে তার ফুটিয়ে তোলা চরিত্রগুলো দর্শকমহলে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করে। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘরনাটকে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তীতে পরিচালক এইচ আকবরের হাত ধরে জলছবি নামে একটি চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। সবশেষ এসডি রুবেলের পরিচালনায় বৃদ্ধাশ্রম নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটি এখনো মুক্তি পায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ