Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃতি সানোনকে নিয়ে ‘কিল বিল’ হিন্দি রিমেক করবেন অনুরাগ কাশ্যপ?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১২:০২ এএম

হার্ট সার্জারির পর হাসপাতাল থেকে ছাড়া পাবার পরই রটেছে নির্মাতা অনুরাগ কাশ্যপ ঘোষণা দিলেন উমা থারম্যান অভিনীত কুয়েন্টিন ট্যারান্টিনোর ২০০৩ সালের অ্যাকশন ফিল্ম ‘কিল বিল’ হিন্দিতে নির্মাণ করবেন তিনি। এই রটনায় আংশিক সত্যতা আছে বলে জানা গেছে। এক সূত্র জানিয়েছে, কাশ্যপ কৃতি সানোনকে কেন্দ্রীয় ভূমিকায় রেখে ‘কিল বিল’-এর হিন্দি সংস্করণ নির্মাণ করবেন এটা সত্য হলেও “কিছুই চূড়ান্ত হয়নি। প্রজেক্টটি এখনও ভাবনা পর্যায়েই আছে।” সূত্র জানিয়েছে বিষয়টি কিভাবে সংবাদ মাধ্যমের কাছে এসেছে তা তার জানা নেই। কিছু চলচ্চিত্র আছে যা পুনর্র্নিমাণের বাইরে থাকে ‘কিল বিল’ এমনই একটি পরিপূর্ণ কাজ। এটি হিন্দিতে নির্মাণের চেষ্টা দুঃসাহস ছাড়া কিছু নয়। এই সূত্রের মতে ভারতেই যখন শতশত কাহিনী আছে সেখানে পাশ্চাত্যের দিকে হাত বাড়াবার প্রয়োজন নেই। এছাড়া ট্যারান্টিনো থারম্যানের কাছ থেকে যে অ্যাকশন পারফরম্যান্স আদায় করে নিয়েছেন তা শিল্পের পর্যায়ে পড়ে। এর সমান্তরাল বা সমমানের কিছু হতে পারে না। সূত্রের আশা কাশ্যপের চেয়ে এসব অনুধাবন করা আর কার পক্ষে সম্ভব?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ