Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কৃতি সানোন এখনও জানেন না কোন ধরনের চরিত্র করতে পারবেন না

| প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বলিউডে একবারে কোনও অভিজ্ঞতা ছাড়াই এসেছিলেন। অভিনয়ের ব্যাপারে তার কোনও ধারণাই ছিল না। শেষে অবশ্য দেখা গেছে কৃতি সানোনকে যে ভূমিকাই দেয়া হোক না কেন তিনি তা সাফল্যের সঙ্গেই সম্পন্ন করেছেন। ‘রাবতা’তে তিনি এক শহুরে তরুণীর ভূমিকায় প্রশংসনীয় অভিনয় করেছেন, ‘আবার বেরেলি কি বারফি’তেও তিনি মফস্বলের মেয়ের ভূমিকায় বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। তাকে যে ধরনের চরিতরই দেয়া হোক না কেন তা তিনি দক্ষতার দিয়েই করেছেন। সুতরাং প্রশ্ন আসতেই পারে এই সুন্দরী অভিনেত্রীটি অনায়াসে কোন ধরনের ভূমিকা করতে পারেন বা কোন ধরনের চরিত্রে তাকে মানায়? অভিনয় নিয়ে তার ভাবনা বর্ণনা করতে গিয়ে কৃতি বলেন, “অন্যরা যেমন বিশেষ ধারা অনুসরণ করে আমি তা করি না, যেমন অনেকে মেথড অভিনয় করে থাকে। চলচ্চিত্র জগতে আমি একবারে কোনও অভিজ্ঞতা ছাড়াই পা রেখেছিলাম। কোনও ওয়ার্কশপে অংশ নিইনি ওয়ার্কশপ করে কোনও ধারায় আমি বন্দি হতে চাইনি। সুতরাং, আমি দেখেছি কোন কাজটি আমাকে মানাবে কোনটি নয়। ‘হিরোপান্তি’ করার সময় বুঝেছি এই কাজটি এমন নয় যাতে অতীত অভিজ্ঞতা কাজে লাগানো যাবে আর আমার আবেগের অভিব্যক্তি কাজে লাগবে।আমি সেই রকম মানুষ যে এক দৃশ্যে কেঁদে কেউ হাসির কিছু বললে কাট বলার পরও হাসতে থাকি। আমি সুইচ-অন, সুইচ-অফ ধরণের অভিনয়শিল্পী।” কোন ধরনের ভূমিকা তার কাছে চ্যালেঞ্জিং মনে হয় জানতে চাইলে তিনি বলেন, “আমার মনে হয় এমন ভূমিকা নেই যা আমি করতে পারব না। এই বিষয়টি এখনও জানি না। যদি জানতে পারি তাও চেষ্টা করে দেখব।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃতি সানোন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ