Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগমগঞ্জে নির্মাণাধীন ব্রিজের স্প্যান পড়ে এক শ্রমিক নিহত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ৭:৩০ পিএম

বেগমগঞ্জের নোয়াখালী-ঢাকা সড়কে নির্মাণাধীন ব্রিজের স্প্যানের নিচে চাপা পড়ে মো. আলিফ হোসেন (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন ইমন নামের আরও একজন।

শনিবার বিকেল ৫টার দিকে চৌমুহনী পৌরসভার কালার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার হরিহরদি এলাকার আল আমিনের ছেলে। আহত ইমন একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নোয়াখালী-ঢাকা সড়কের উপর দিয়ে যাওয়া ব্রিজের নির্মাণ কাজ করছিল আলিফসহ অন্য শ্রমিকরা। প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলেও তারা ব্রিজের কাজে নিয়োজিত ছিল। বিকেল ৫টার দিকে তাদের পাশে থাকা ব্রিজের একটি স্প্যান আলিফসহ দুই শ্রমিকের গায়ে হেলে পড়ে। এসময় তারা স্প্যানের নিচে চাপা পড়ে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইমনকে জীবিত উদ্ধার করতে পারলেও মারা যায় আলিফ।

চৌমুহনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ