বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খিলপাড়া গ্রামে গতকাল শনিবার দুপুর ১২টায় জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রতন দাশ (৫৫) নামের একজনকে খুনের ঘটনা ঘটেছে। নিহত রতন দাশ স্থানীয় নির্মল দাশের পুত্র। ঘটনার পর আহত রতন দাশকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২ টায় তার মৃত্যু ঘটেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। এ ঘটনায় নিলয় কিশোরী ভৌমিক(১৬) নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্ততি চলছে।
স্থানীয়রা জানায়, খিলপাড়া গ্রামের বাসিন্দা নিহত রতন দাশ ও টিটু ভৌমিকের মধ্যে জায়গা ও গাছপালা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। গতকাল শনিবার ঐ জায়গায় রতন দাশ কিছু পুরাতন লাকড়ির গাছ কাটার সময় টিটু ভৌমিক ও তার পরিবারের সদস্যরা বাঁধা দেয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রতন দাশকে ধারালো দা ও গাছ দিয়ে টিটু ভৌমিক ও তার পরিবারের সদস্যরা আঘাত করলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রতন দাশকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর টিটু ভৌমিক ও তার ভাই মিটু ভৌমিক পালিয়ে গেলেও টিটু ভৌমিকের পুত্র নিলয় কিশোরী ভৌমিককে পুলিশ আটক করেছে।
স্থানীয় চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রতন দাশকে খুন করা হয়েছে। ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি হতে হবে। এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায়না।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসরাম সিকদার জানান, গাছ কাটাকে কেন্দ্র করে রতন দাশ নামে একজনকে খুন করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিলয় কিশোরী ভৌমিক নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।