Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ৪৮ হাজার ইয়াবাসহ ২ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ৮:৩২ এএম

কর্ণফুলী থানার চর ফরিদ এলাকায় অভিযান চালিয়ে ৪৮ হাজার ইয়াবাসহ একটি ট্রক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শুক্রবার রাতে এ তথ্য জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার। গ্রেফতারকৃতরা হলেন- কর্ণফুলী থানার ঈদগাঁও কাচা বাজার এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে ট্রাকচালক মো. ফরহাদুর রহমান শাওন (৩১) ও একই এলাকার মৃত জমিরের ছেলে মো. তৌফিক (২১)। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হযরত তৈয়বশাহ সিএনজি লিমিটের সামনে পাকা রাস্তার উপর শুক্রবার রাতে একটি ট্রাক র‌্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদে নিজের দখলে থাকা ট্রাকের এয়ার সিলিন্ডারে মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ট্রাক (চট্ট মেট্টো-ট-১১-৫০৭৪) জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ