Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় স্বার্থে বিদেশগামী কর্মীর টিকা নিশ্চিত করুন

ভার্চুয়াল আলোচনা সভায় ইসলামিক পার্টির নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ৮:৪১ পিএম

কোভিড-১৯ মহামারিতে ভ্যাকসিন ব্যবস্থাপনায় ভারত প্রীতির কারণে আজ দ্বিতীয় ঢেউ প্রকট আকার ধারণ করছে। সরকার ভারতের মহামারি কালে সীমান্ত বন্ধ করে নাই। বিদেশগামী কর্মীরা করোনা টিকার দাবিতে রাজপথে নামতে বাধ্য হচ্ছে। জাতীয় স্বার্থেই অবিলম্বে বিদেশগামী কর্মীদের করোনা টিকা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। আজ শুক্রবার ইসলামিক পার্টির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে শান্তিনগরে দলীয় কার্যালয়ের এক ভার্চুয়াল আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

আদিলুর রহমান আদিলের সঞ্চলনায় দলের চেয়ারম্যান আবু তাহেরের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় আরো উপস্থিত ছিলেন, ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান এজাজ হোসেন, মুসলীম লীগ (বিএমএল) এর মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ডেমোক্রেটিক লীগ এর মহাসচিব সাইফুদ্দিন মনি এবং ইসলামিক পার্টির যুগ্ম মহাসচিব হাফেজ শহিদুল্লাহ।

সভায় সরকারের বিভিন্ন কর্মকান্ডের তীব্র সমালোচনা করে বিভিন্ন খাতের দুর্নীতি এবং অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন। সভায় পার্টির মরহুম নেতাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামিক পার্টি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ