Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে কবরস্থান নিয়ে সংঘর্ষ অস্ত্রসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ২:০৫ পিএম

নগরীর বাকলিয়ায় কবরস্থানে সাইনবোর্ড দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার মূল আসামি ইয়াকুবসহ আরো ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ইয়াকুব, ওসমান ও মাসুদ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শাহ মোহাম্মদ আবদুর রউফ বলেন, নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত ইয়াকুবসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় ব্যবহৃত বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে ওই ঘটনায় জড়িত একজনকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। গত ১১জুন দুই গ্রুপে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ ১৫জন আহত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ