পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগস্টের প্রথম সপ্তাহেও যে বাংলাদেশে কোনও কোভিডের টিকা পাঠাতে পারবে না, কার্যত তা স্বীকারই করে নিলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, এখনও দেশের ভেতরে ভ্যাক্সিনেশন ড্রাইভ বা টিকাকরণ কর্মসূচীতেই ভারত জোর দিচ্ছে, বিদেশে রফতানিতে নয়। তার কাছে নির্দিষ্টভাবে জানতে চাওয়া হয়েছিল, কোনও কোনও সংবাদমাধ্যমে রিপোর্ট করা হয়েছে আগস্টের প্রথম সপ্তাহ থেকে ভারত হয়তো বাংলাদেশে আবার টিকা রপ্তানি শুরু করবে-এই খবরের সত্যতা কতটুকু? বেক্সিমেকো ফার্মা ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে বাংলাদেশ আবার কবে থেকে টিকা পাওয়ার আশা করতে পারে, জানতে চাওয়া হয়েছিল সেটাও।
জবাবে মুখপাত্র বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক কোনও খবর শোনাতে পারেননি। তিনি বলেন, ভারতের টিকা রফতানি নীতি আগাগোড়াই স্পষ্ট ও ধারাবাহিক। বিদেশে আমরা টিকা পাঠাতে পারব কিনা, তা দুটো ফ্যাক্টরের ওপর নির্ভর করবে। এক, কত পরিমাণ টিকা পাওয়া যাচ্ছে আর দুই, দেশের ভেতরে টিকাকরণ কর্মসূচীর জন্য কত টিকা লাগছে। সেই সঙ্গেই তিনি যোগ করেন, এই মুহূর্তে ভারতে ২১জুন থেকে নতুন উদ্যমে টিকাকরণ কর্মসূচী শুরু হয়েছে এবং সেখানে যত বেশি সম্ভব ‘মেইড ইন ইন্ডিয়া’ বা ভারতে তৈরি ভ্যাক্সিনের জোগান নিশ্চিত করাটাই ভারতের অগ্রাধিকার।
বস্তুত ‘বাংলাদেশ’ কথাটা একবারের জন্য উচ্চারণ পর্যন্তও করেননি তিনি। এবং এর মাধ্যমে দিল্লি আবারও স্পষ্ট করে দিয়েছে, চুক্তিতে যাই থাক, সেরাম ইনস্টিটিউট চাইলেও অদূর ভবিষ্যতে বাংলাদেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ডের টিকা পাঠাবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।