Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে স্মৃতিভ্রম শতবর্ষী বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ৮:৫১ পিএম

হারিয়ে যাওয়া এক বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে আকরাম আলী ফকির (১১০) নামে ওই বয়োবৃদ্ধ অসুস্থ হয়ে অক্সিজেন মোড়ে পড়ে ছিলেন। তাকে উদ্ধার পূর্বক চিকিৎসাসহ সেবাশুশ্রূষার ব্যবস্থা করা হয়। তিনি এতটাই বয়োবৃদ্ধ তাহার পূর্ণাঙ্গ নাম ঠিকানা সঠিকভাবে উল্লেখ করতে পারছিলেন না। বয়সের ভারে তার স্মৃতিশক্তি অনেকটাই বিলুপ্ত ছিল শুধু তার ছেলের নাম আব্দুল কুদ্দুছ ও গ্রামের বাড়ী বরিশাল বলে জানিয়েছেন। তাৎক্ষনিক বিষয়টি বেতার যন্ত্রের মধ্যমে চট্টগ্রাম মহানগরীর সকল থানায় অবহিত করাসহ পার্শ্ববর্তী থানা সমূহে যোগাযোগ করা হয়। এরপর হাটহাজারী থানাধীন নতুন পাড়া এলাকায় পিতা হারানোর মাইকিং করা কালে লোক মুখে জানতে তার ছেলে বায়েজিদ বোস্তামী থানায় আসেন এবং ত পিতাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তাহার বৃদ্ধ পিতা বাড়ী থেকে হারিয়ে যাওয়ার পর থেকে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ