Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে শর্তগুলো পূরণ হওয়ায় টিকা নিচ্ছেন খামেনি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ১:৩০ পিএম | আপডেট : ১:৩২ পিএম, ২৪ জুন, ২০২১

নিজের দেওয়া দুটি শর্ত পূরণ হওয়ায় আগামী কয়েক দিনের মধ্যেই ইরানে উৎপাদিত করোনাভাইরাসের টিকা গ্রহণ করবেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গতকাল বুধবার ইরানের একাডেমি অব মেডিকেল সায়েন্সের প্রেসিডেন্ট ডা. আলিরেজা মারান্দির বরাত দিয়ে খামেনির ব্যক্তিগত ওয়েবসাইটে এ খবর জানানো হয়েছে।
ডা. মারান্দি বলেন, টিকা গ্রহণে আয়াতুল্লাহ আলি খামেনির কোনো আপত্তি না থাকলেও কর্মকর্তাদের কাছে তার দুটি শর্ত ছিল।
এক. দেশের সাধারণ নাগরিকরা যে শিডিউল অনুযায়ী টিকা পাচ্ছেন, তিনিও সেই শিডিউল অনুযায়ী টিকা নেবেন। আগভাগে কোনো ডোজ নেবেন না।
দুই. তিনি বিদেশি টিকা গ্রহণ না করে বরং দেশীয় টিকা নেবেন। এবার কোভ-ইরান বারেকাত টিকার গণউৎপাদন শুরু হওয়ার পর সেই দুই শর্ত মেনে তিনি টিকা নিতে যাচ্ছেন।
এর আগে ইরানের ৮০ বছর বয়সি নাগরিকদের জন্য বিদেশ থেকে আমদানি করা টিকার প্রথম ডোজ দেওয়া হলেও সর্বোচ্চ নেতা সেটি গ্রহণে অস্বীকৃতি জানান।
একাডেমি অব মেডিকেল সায়েন্সের প্রেসিডেন্ট বলেন, তিনি দেশে উৎপাদিত টিকার জন্য অপেক্ষায় ছিলেন। এ কারণে এই বয়সসীমার অনেকেই এরই মধ্যে ভ্যাকসিন নিলেও আয়াতুল্লাহ আলি খামেনি এখনও প্রথম ডোজ নেননি। সূত্র : পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ