Inqilab Logo

রবিবার , ৪ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৪ যিলক্বদ ১৪৪৪ হিজরী

২০ ঘন্টায়ও সন্ধান মেলেনি পদ্মা নদীতে নিখোঁজ চীনা প্রকৌশলীর

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ৪:১১ পিএম

পদ্মা সেতুর বিদ্যুতের টাওয়ার নির্মাণ করতে গিয়ে নদীতে নিখোঁজ চীনা প্রকৌশলী ঝাও (২৫) মরদেহ ২০ ঘন্টায়ও পাওয়া যায়নি বলে জানিয়েছে মাওয়া নৌ-পুলিশ।

বুধবার বিকেল ৪টা পর্যন্ত পদ্মা নদীতে বিভিন্ন এলাকায় খুঁজেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর। এর আগে মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে শিমুলিয়ার ৩ নং ঘাটের কাছে পদ্মা নদীতে পদ্মা বহুমুখী গ্রীডের বৈদ্যুতিক নির্মাণাধীন বিদ্যুতের ১৩ নং খুঁটি থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, আমরা সন্ধান অব্যাহত রেখেছি। আমাদের সঙ্গে মুন্সীগঞ্জ ও শ্রীনগর ফায়ার সার্ভিস যোগদান করেছে। রাত থেকে আজ বিকেল পর্যন্ত নদীতে ১৫ কিলোমিটার এলাকা খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। নদীর পার্শ্ববর্তী সব থানাকে এ বিষয়ে তথ্য পাঠানো হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ

৭ ফেব্রুয়ারি, ২০২২
১৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ