Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ কার্তুজসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ৩:২৫ পিএম

সাতক্ষীরায় বিপুল পরিমাণ কার্তুজসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছেন র‌্যাব সদস্যরা। এসময় একটি মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে জেলার শ্যামনগর উপজেলার ইসমাইলপুর গ্রামের গোডাউন মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-শ্যামনগরের কৈখালি গ্রামের ছাকাত মল্লিকের ছেলে রফিক মল্লিক (৫৭) ও তার স্ত্রী ফিরোজা বেগম (৪৫)।

বুধবার (২৩ জুন) দুপুরে খুলনা র‌্যাব-৬ এর অফিস থেকে জানা গেছে, অবৈধ অস্ত্র-গুলি কেনা-বেঁচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাতে শ্যামনগরের ইসমাইলপুর গ্রামের গোডাউন মোড়ে অভিযান চালায়। এসময় রফিক মল্লিক ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪৫ টি কার্তুজ, একটি মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শ্যামনগর থানায় মামলা দিয়ে আসামীদের হস্তান্তর করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ