Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোটে লিগ শেষ মুশফিকের

শ্রীলঙ্কা সফরে ছুটি চেয়ে বিসিবিকে চিঠি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১২:০০ এএম

শিরোপা ধরে রাখার অভিযানে বড় ধাক্কা এলো আবাহনী লিমিটেডের জন্য। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি ম্যাচগুলোতে তারা পাচ্ছে না মুশফিকুর রহিমকে। আঙুলে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন আবাহনী অধিনায়ক। মুশফিককে নিয়ে দুর্ভাবনার ব্যাপার আছে জাতীয় দলের জন্যও। আগামী সোমবার রাতে জিম্বাবুয়ে সফরের জন্য ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের।
গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গাজী গ্রæপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে কিপিং করার সময় ফিল্ডারের থ্রো সরাসরি লাগে তার আঙুলে। তখনই ব্যথায় বেশ কাতর দেখা যায় তাকে। মাঠে খানিকটা চিকিৎসা নেওয়ার পর কিপিং চালিয়ে যান। পরে ব্যাটিংও করেন। কিন্তু ব্যথা থাকায় প্রথমে এক্স-রে করানো হয়। তাতে কিছু ধরা না পড়ায় স্ক্যান করানো হয়। তাতেই পাওয়া যায় দুঃসংবাদ। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরি সংবাদমাধ্যমকে বলেন, মুশফিক দ্রæতই সেরে উঠবেন বলে আশা তার, ‘আজকে (গতকাল) সকালে মুশফিকের হাতে সিটি স্ক্যান করা হয়েছে। স্ক্যানে তার বাঁ হাতের তর্জনিতে হেয়ারলাইন ফ্র্যাকচারের অস্তিত্ব পাওয়া গেছে। আপাতত আমরা তাকে এক সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলেছি। এক সপ্তাহ পরে আবার পর্যালোচনা করব। যেহেতু হেয়ারলাইন ফ্র্যাকচার, আশা করছি সেরে উঠতে খুব একটা লম্বা সময় লাগবে না।’
প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে রান রেটের ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। লিগে ম্যাচ বাকি তাদের তিনটি। ১২ ইনিংস খেলে মুশফিকের রান ৩৮.১৪ গড়ে ও ১৩০.২৪ স্ট্রাইক-রেটে ২৬৭।
এক সপ্তাহ পর মুশফিকের আঙুলের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তার জিম্বাবুয়ে সফরের ব্যাপারে। এই সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছুটি চেয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা শেষে, সবার আগে একমাত্র টেস্ট ম্যাচ। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করলেন, জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি চেয়েছেন মুশফিক। মুশফিককে ছুটি দিতে বোর্ড ইতিবাচক বলেও জানান তিনি, ‘আমরা মুশফিকের চিঠি পেয়েছি এবং ও যে যুক্তি দিয়েছে তা ভালো। এটা নিয়ে আলাপ-আলোচনা করব। এটা সত্যি- যারা বাংলাদেশের হয়ে সব ম্যাচ খেলে তারা মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত। কোভিডের জন্য যে মানসিক চাপ যাচ্ছে তা সামলানো কঠিন। অনেকদিন কোয়ারেন্টিনে থাকা, বায়োবাবলে থাকা পরিবার ছেড়ে থাকা কঠিন। এটা আমরা ইতিবাচকভাবে দেখছি। দেখি কী করা যায়।’
গুঞ্জন ছিল, সাকিব আল হাসানসহ আরও একাধিক সিনিয়র ক্রিকেটারও জিম্বাবুয়ে সফরে নির্দিষ্ট ফরম্যাট থেকে ছুটি চান। তবে আকরাম জানান, আর কোনো ক্রিকেটার বিসিবিকে ছুটি চেয়ে চিঠি দেননি, ‘না, আমরা শুধু মুশফিকের চিঠিই পেয়েছি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুশফিক

১৮ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ