বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) পিসিআর ল্যাবের পরীক্ষায় আজ মঙ্গলবার (২২ জুন) ২২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে শুধু মাত্র খুলনা মহানগর ও জেলার ১৮৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে একদিনে।
খুমেক উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ জানিয়েছেন, খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে আজ ৫৬৪ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৪৪৮ জন ছিলেন খুলনা মহানগরী ও জেলার। মোট ২২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১৮৪ জন, বাগেরহাটের ২৭ জন, যশোরের ৭ জন, পিরোজপুরের ৩জন, সাতক্ষীরার একজন, গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে একদিনে এত সংখ্যক করোনা রোগী খুলনায় শনাক্ত হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।