গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
এবার সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক সংসদ সদস্য, সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। মঙ্গলবার (২২ জুন) তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।
তিনি জানান, মাহবুবুর রহমান ও স্ত্রী আনারকলি ফরহাদ বানু নাগিনা আমিন করোনায় আক্রান্ত। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, এখন পর্যন্ত তারা সুস্থ আছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বড়বোন আনারকলি ফরহাদ বানু নাগিনা আমিনের স্বামী মাহবুবুর রহমান। উল্লেখ্য, ৮২ বছর বয়সী মাহবুবুর রহমান বিএনপির শাসনমালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। তিনি অষ্টম জাতীয় সংসদে দিনাজপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৯ সালের শেষের দিকে রাজনীতি থেকে অবসর নিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।