Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋণ লিজ অগ্রিম শ্রেণিকরণ সময়সীমা বৃদ্ধির আহবান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১২:০১ এএম

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম করোনায় উদ্ভূত পরিস্থিতিতে ঋণ পরিশোধে বাধ্য-বাধকতা ঋণশ্রেণিকরণের সময়সীমা আগামী ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার আহবান জানিয়েছেন। রোববার এক পত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের কাছে তিনি এ আহবান জানান। এতে চেম্বার সভাপতি বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাবস্থা বিরাজ করছে। এই রোগের প্রাদুর্ভাব কখন শেষ হবে তাও অজানা। এর বিরূপ প্রভাব বাংলাদেশেও পড়েছে এবং এ বাস্তবতা মেনে নিয়ে তা নিয়ন্ত্রণের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক বিআরপিডি ও ডিএফআইএম সার্কুলারের মাধ্যমে চলতি বছরের জুন পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানের ঋণ শ্রেণিকরণ ও ঋণের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দিক-নির্দেশনা দিয়েছে। বিদ্যমান সকল মেয়াদী চলমান তলবী লিজ অগ্রিম ঋণের কিস্তিসমূহের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঋণ

৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৫ জানুয়ারি, ২০২৩
২৯ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ