Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী আসলাম বিপুল ভোটে বিজয়ী

বোচাগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ৮:২৯ পিএম

দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ আসলাম (নৌকা) প্রতিকে ১০ হাজার ৯২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ নাহিদ পাশা চৌধুরী (জগ) পেয়েছেন ২ হাজার ৮৫০ ভোট- এছাড়া নাজমুন নাহার মুক্তি (মোবাইল) ৮১১ ভোট, মোঃ হাবিবুর রহমান দুলাল (নারিকেল গাছ) ৫৪৫ ও কমরেড রশিদুল ইসলাম (হাতুড়ী) ১৩১ ভোট পেয়েছেন। কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে মোঃ আবুল কালাম, ২নং ওয়ার্ডে আসাদুজ্জামান আসাদ ৩নং ওয়ার্ডে মোঃ রফিকুল আল-আমিন বাদশা ৪নং ওয়ার্ডে তাহের মৃধা ৫নং ওয়ার্ডে নাজিমুদৌল্লা নজু ৬নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম লিটন ৮নং ওয়ার্ডে মোঃ মামুন ৯নং ওয়ার্ডে মোঃ মুক্তার হোসেন।

আজ ২১ জুন সোমবার সকাল ৮টা হতে বিকাল ৪ পর্যন্ত চলে সেতাবগঞ্জ পৌরসভার ভোট। ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল মোঃ আসলাম কে মেয়র পদে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করেন। সেতাবগঞ্জ পৌরসভার ২১ হাজার ৩৫৮ ভোটের মধ্যে মোট ভোট পড়েছে ১৫২৬৪ শতকরা ভোট পড়েছে ৭০.৫৫ %। এই প্রথম বারের মত ইভিএম পদ্ধতিতে নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার নেতৃত্ব দেন সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচন ২০২১ এর রির্টানিং অফিসার ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।

এছাড়াও নির্বাচনটি পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন বোচাগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার মোঃ সামশুল আযম, কাহারোল এএসপি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী, দিনাজপুর জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের বিসিএস ক্যাডারভূক্ত কর্মকর্তাবৃন্দ, বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, র‌্যাব ১৩ ব্যাটালিয়ানের পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ, বোচাগঞ্জ থানার পুলিশ অফিসার, পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিনাজপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ