বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুরের শিবচর উপজেলার ১৩ ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। ১৩ ইউনিয়নের মধ্যে শুধু কাদিরপুর ইউনিয়নে ইভিএম‘র মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। বাকী ১২ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের কোথাও কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশের মধ্যে শুধু শিবচরে আওয়ামী লীগের প্রার্থীতা উন্মুক্ত করায় বিএনপি নেতাসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি লক্ষ করা গেছে। নির্বাচনে বিএনপি কেন্দ্রীয়ভাবে অংশ না নিলেও শিবচরে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এছাড়াও জাকের পার্টি, ইসলামী আন্দোলনও একাধিক ইউনিয়নে প্রার্থী হয়েছেন। মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদেও রয়েছে প্রার্থীদের ছড়াছড়ি। এদিকে আচরণবিধি বজায় রাখতে প্রশাসনের তৎপরতাও চোখে পড়ার মতো ছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা মো মনিরুজ্জামান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ৬ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাঠে আছেন। এছাড়া পুলিশ, আনসার, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। আওয়ামী লীগ প্রার্থীতা উন্মুক্ত করায় দলীয় প্রতীক ছাড়া বিপুল সংখ্যক প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। ১৩ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৭৩জন, মেম্বার প্রার্থী ৪১০ জন, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১১৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সারাদেশে যে সব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর শিবচর উপজেলায় ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উন্মুক্ত। এখানে মোট ভোটার সংখ্যা ১লাখ ৭১হাজার ২৫৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮৯ হাজার ৫৩৮ জন, মহিলা ভোটার ৮১ হাজার ৭১৭ জন। মোট ভোট কেন্দ্র ১১৭টি এবং ভোট কক্ষ ৪৮৭টি।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মিরাজ হোসেন বলেন, সকাল থেকে শিবচরের ১৩ ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।