Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমিত পরিসরে পালন হবে অলিম্পিক ডে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ৭:১২ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট বেড়েই চলেছে। তাই বৈশ্বিক এই মহামারির কারণে এবার সীমিত পরিসরেই অলিম্পিক ডে উদযাপন করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিওএ’র দায়িত্বশীল সূত্র সোমবার এ তথ্য জানায়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ২৩ জুন বিশ্বব্যাপী অলিম্পিক ডে উদযাপন করা হয়।

এ বছরও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদ্যভুক্ত সংস্থা হিসাবে বিওএ এ বছর বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দিবসটি সীমিত পরিসরে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। বিওএ’র সীমিত পরিসরের আয়োজনে রয়েছে- সকাল ১১টায় বিওএ ভবনে পতাকা উত্তোলন, দুপুর ১২টায় বিওএর ডাচবাংলা ব্যাংক অডিটোরিয়ামে সেমিনার এবং বিকাল ৪টায় একই স্থানে এন্টি ডোপিংওয়ার্কশপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অলিম্পিক ডে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ