Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে সন্ত্রাসী ‘সাব্বির ভাই’ গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ৫:৪৬ পিএম

নগরীর আগ্রাবাদ সবুজবাগের ত্রাস, কথিত বড় ভাই মোঃ সাব্বির আহাম্মদ (২৬) ওরফে সাব্বির ভাইকে সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে ডবলমুরিং মডেল থানাধীন পানওয়ালাপাড়া সবুজবাগ লেইন, নিরিবিলি ভবন গলির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ছোরা এবং ছিনতাইকৃত ২ টি মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সহযোগীর নাম রাকিব উদ্দিন (২০)। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সাব্বির আগ্রাবাদের সবুজবাগ এলাকার ত্রাস। সে ওই এলাকার কথিত বড় ভাই। এলাকার শিশু থেকে বৃদ্ধ সবাই 'সাব্বির ভাই' নামে ডাকে। সে এলাকায় যা খুশি তাই করত। কোন আগন্তুক এলে তাকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। সাথে সাথে ওই ব্যক্তির নগ্ন ছবি তুলে রাখে। কিন্তু কেউই ভয়ে প্রতিবাদ করে না।
কিছুদিন আগে রাকিব নামে এক ব্যক্তিকে ছোরা দেখিয়ে দুইটি মোবাইল ও মানিব্যাগে থাকা ৫০০ টাকা ছিনিয়ে নেয়। সে বাধা দিলে তাকে ছুরিকাঘাতে আহত করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে সহযোগীসহ গ্রেফতার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ছোরা ও ছিনতাইকৃত মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। সাব্বিরের বিরুদ্ধে আগেও তিনটি মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ