Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলতি মাসেই খুলছে রাজধানীর দুই সিনেমা হল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ৩:৩৪ পিএম

মতিঝিল এলাকার মধুমিতা সিনেমা হলটি বন্ধ ছিল গত বছরের করোনার শুরু থেকেই। মাঝে হল খোলার অনুমতি এলেও খোলা হয়নি ঐতিহ্যবাহী এ হল। অন্যদিকে করোনার কারণে প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে রাজধানীর শ্যামলী সিনেমা হল। এদিকে আসছে ২৫ জুন সিনেমা হলে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের ছবি ‘নবাব এলএলবি’। প্রায় দেড় বছর পর এই অভিনেতার ছবি দেখা যাবে সিনেমা হলে। আর ‘নবাব এলএলবি‘র কল্যাণে একই দিনে রাজধানীতে খুলতে যাচ্ছে ‘মধুমিতা’ ও ‘শ্যামলী’ সিনেমা হল

মধুমিতা হলের ম্যানেজিং ডিরেক্টর ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘শাকিব খানের ছবি ‘নবাব এলএলবি’ ছবি মুক্তি পাচ্ছে বলে মধুমিতা সিনেমা হল খুলে দেওয়া হচ্ছে। প্রতিদিন (দুপুর ১২টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায়) তিনটি শো চলবে। স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ টিকিট ছাড়া হবে। ঈদুল আযহায় সিনেমা হলের পেছনে পশুরহাট বসার কারণে সিনেমা হল কয়েকদিন বন্ধ থাকার পর আবার ঈদের দিন থেকে খুলে দেওয়া হবে।’

‘শ্যামলী’ সিনেমা হলের হাউস ম্যানেজার আহসান উল্লাহ বলেন, ‘২০২০ সালে করোনার শুরু থেকেই সিনেমা হলটি বন্ধ ছিল। পরে গত বছর ১৬ অক্টোবর সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হলেও আমরা ডিসেম্বরে চালু করি। তারপর আবার নতুন করে লকডাউন শুরু হলে বন্ধ করে দিই। এখন শাকিব খানের নবাব এলএলবির মাধ্যমে নতুন করে খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, ‘নবাব এলএলবি’ ছবিটি দীর্ঘ পাঁচ মাস সেন্সর বোর্ডে নানাবিধ লড়াইয়ের পর গত ১০ জানুয়ারি ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু।

উল্লেখ্য, ২০২০ সালে দেশে করোনা ভাইরাসের কারণে লকডাউন ঘোষণা করা হলে বন্ধ হয়ে যায় সব সিনেমা হল। চলতি বছরের শুরুর দিকে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বেশকিছু সিনেমা হল খুলে দেওয়া হয়। এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সেইসব সিনেমা হলও বন্ধ হয়ে যায়।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ২১ জুন, ২০২১, ৪:৩৮ পিএম says : 0
    যত সব কাচরা কাজ এই অবৈধ সরকারের,স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে করনার উচিলায়,সিনেমা হল খুললে অসুবিধা নেই।আসলে আমরাই জনগণ এই অবৈধ সরকার কে মাথায় উঠাইয়া রেখেছি।যত সব বাজে কাজ কর্ম এই দেশে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা হল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ