প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্রের দুর্দশার কারণে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া নতুন কোনো ঘটনা নয়। ইতোমধ্যে প্রায় ছৌদ্দশ’ সিনেমা হলের মধ্যে তেরশ’ই বন্ধ হয়ে গেছে। দেশের অনেক জেলায় আগে যেখানে তিন-চারটি সিনেমা হল ছিল এখন সেখানে সিনেমা হল নেই। সিনেমা চালিয়ে লাভ করতে না পারায় হল মালিকরা এসব সিনেমা হল বন্ধ করে দিয়েছেন। সেখানে গড়ে তুলেছেন বহুতল ভবন ও মার্কেট। সম্প্রতি দিনাজপুর জেলার পার্বতীপুরের সিনেমা হল উত্তরা টকিজ বন্ধ হয়ে গেছে। এটি ছিল জেলার সর্বশেষ সিনেমা হল। হলটিকে এখন বানানো হয়েছে খাবারের রেস্টুরেন্ট। এটি ২০১৯ সালে বন্ধ হয়ে যায়। এরপর তা ভেঙে ফেলা হয়। তবে সিনেমা চালানোর মেশিন ঘরটি রাখা হয়েছে। আছে নিচতলার প্রবেশদ্বার ও টিকিট কাউন্টার। হলে ঢোকার সামনের এই অংশটিকে পরিণত করা হয়েছে রেস্টুরেন্টে। হোটেলের নাম রাখা হয়েছে উত্তরা হোটেল। জানা যায়, মূল মালিকের কাছ থেকে একজন নারী জায়গাটি ভাড়া নিয়ে হোটেলটি পরিচালনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।