Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাবা দিবসে নেটিজেনদের শ্রদ্ধা

শাহেদ নুর | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ৬:৩৩ পিএম

আজ বিশ্ব বাবা দিবস। প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। বরাবরের মত এবারও বাবা দিবসকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছেন নেটিজেনরা। বাবাকে নিয়ে লিখছেন আবেগঘন স্টাট্যাস। কেউ কেউ বাবার সাথে নিজের স্বরণীয় মূহুর্তের কথা কিংবা ছবি পোস্ট দিচ্ছে। আবার কেউ প্রকাশ করছেন বাবা হারানোর শোক। সাথে সৃষ্টিকর্তার কাছে তার জন্য প্রার্থনা করছেন।

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান লিখে, ‘পর্দার অন্তরালে তুমি সবসময় আমার সুপারহিরো । ধন্যবাদ বাবা আমার সবচেয়ে অসাধারণ বন্ধু হওয়ার জন্য.. তোমাকে ভালোবাসি । হ্যাপি ফাদারস ডে পৃথিবীর সকল বাবাকে।’

নিজের ও বাবার ছবি শেয়ার করে সাংবাদিক শাহেদ শফিক লিখেন, ‘ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে, আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে।’

বাবার কবরের ছবি পোস্ট করে সাংবাদিক মাহাদী হাসান শিমুল ক্যাপশনে লিখেন, ‘বাবা! বিশ্ব বাবা দিবস আজ। সবাই কত আবেগি স্টাট্যাস দিচ্ছে, বাবা এই বাবা সেই..আমার বাবা শুয়ে আছে এখানে.. প্রতিদিন গিয়ে একা একা কত কথা বলি.. জানি না শুনে কি শুনে না... ইচ্ছে করে কবর জড়িয়ে শুয়ে থাকি.. যতক্ষণ থাকি তার সামনে, অনেক শান্তি লাগে.. অনেক পুড়ে কলিজাটা, বাবা অনেক.... যাদের বাবা-মা বেঁচে আছে তারা স্টাট্যাস না মেরে বাবা-মাকে সেবা করুন। তাদের সাথে ভাল ব্যবহার করুন। তাদের বুকে আগলে রাখুন। যেমন করে ছোট বেলায় আপনাকে আদর ভালবাসা দিয়ে আগলে রেখেছে.... রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা।’

স্কুল শিক্ষক বাসার খোকন লিখেন, ‘বাবা দিবস। আমার বাবাসহ পরলোকগত বাবাগণের রুহের মাগফিরাত কামনা করছি। জীবিত বাবাদের হায়াতে তৈয়্যেবা কামনা করছি।’

লায়লা খালেদা লিখেন, ‘বাবা দিবসে আমার বাবা নেই, সব স্নেহময়ী বাবাকে বিনম্র শ্রদ্ধা......’

ফাতেমা আক্তার মিতা লিখেন, ‘সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা! ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।’

উল্লেখ্য, প্রথম বাবা দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছিল ১৯০৮ সালে। ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুন মাসের তৃতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ